শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্মার্ট ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (১১জুন)সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ জনসচেতনতামূলক সভা উপজেলা নিবার্হী অফিসার মহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনজুদার রহমান মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, নব্য যোগদানকৃত সহকারি কমিশনার(ভুমি)লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমী বেগম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।


উক্ত জনসচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সেবা সাধারণ জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা সম্পর্কে মানুষকে অবহিত করা ও নাগরিক অধিকার নিয়ে জনসচেতনতামূলক বৃদ্ধির লক্ষে সবাইকে কাজ করতে হবে।