মঙ্গল. নভে. 12th, 2024

কাউনিয়ায় ‘ভোরের চেতনা’পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল


কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় ‘জাতীয় দৈনিক ভোরের চেতনা’ পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মার্চ) উপজেলার স্কয়ার ল্যাবরেটরি স্কুল হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে সাংবাদিকরা বলেন, বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতিতে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে সংবাদপত্রের কাছে পাঠক সমাজ যে প্রত্যাশা করছে, তা কাঙ্ক্ষিত নয়। কারণ প্রতিটি সংবাদপত্র দেশ ও সমাজের আয়না হিসেবে বিবেচিত।আলোচনা শেষে দোয়া মোনাজাতে দেশবাসী ও পত্রিকার কল্যানে, সকল সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শাহিন।

জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার রংপুর জেলা ক্রাইম রিপোর্টার মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রতিনিধি হ্যাপি আক্তার এর সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডর সরদার আব্দুল হাকিম, গংগানারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, কাউনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, কাউনিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি, শাহ্ মোবাশ্বেরুল ইসলাম (রাজু), সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি সাইদুল ইসলাম, উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু , উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক জেটিভি বাংলা টেলিভিশনের সাংবাদিক নিতাই রায়, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ,আনোয়ার হোসেন, জাকির হোসাইন প্রমুখ।