কাউনিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১দফা সম্বলিত ছাত্রদলের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:
রংপুরের কাউনিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার(১২নভেম্বর)কাউনিয়া কলেজ ও মহিলা কলেজ, মীরবাগ ডিগ্রী কলেজ, হারাগাছ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম মুসা, যুগ্নসাধারণ সম্পাদক সালেহ মোঃ আদনান, তাইজুল ইসলাম খান, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেহা জোহা, সদস্য সচিব আবতাবুজ্জামান সুজন, যুগ্নআহবায়ক আকাশ, সাখাওয়াত হোসেন সজীব, সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, কাউনিয়া কলেজ ছাত্রদলের নেতা মনির হোসেন, আসিফ মিয়া, রাব্বী, রিয়াল হোসেন, শাকিল, আলেফনুরসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
লিফলেট বিতরণের সময় ছাত্র নেতারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি তুলে ধরে বলেন জনগনের গণতান্ত্রিক অধিকার পূন:প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত¡া,জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবতন, আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপিিত, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় সীমা অনুর্ধ্ব পরপর ২ মেয়াদ নির্ধারণ, বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয় আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তনসহ ৩১ দফা সম্বলিত দাবি গুলো ছাত্র-ছাত্রীর মাঝে তুলে ধরেন ছাত্র নেতারা।