মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় লাইন্সেস বিহীন খাদ্যশস্য রাখার দায়ে দুই ব্যবসায়ীর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় লাইন্সেস বিহীন অবৈধ ভাবে খাদ্যশস্য রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ(৭ফেব্রয়ারী)বুধবার দুপুরে উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজারে লাইন্সেস বিহীন অবৈধ ভাবে খাদ্যশস্য রাখার দায়ে শাহিন ট্রেডার্স ৬ হাজার টাকা ও ব্যবসায়ী গোলাম হোসেনের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু মোঃ তারিকুল ইসলাম।


উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ জানান লাইন্সেস বিহীন অবৈধ ভাবে খাদ্যশস্য রাখার দায়ে শাহিন ট্রেডার্স এর ৬ হাজার এবং ব্যবসায়ী গোলাম হোসেনের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে । জনস্বাথে এ অভিযান অব্যাহত থাকবে।