বুধ. সেপ্টে. 11th, 2024

কাউনিয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ (৩১জুলাই) বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল হক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, এস.আই রসেল, সারাই ইউপি সচিব আশরাফ উদ্দিন বাবু, বালাপাড়া ইউপি সচিব আকরাম হোসেন, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান(মিঠুল), উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।


আলোচনা সভায় গুজব, সহিংসতা ও নাশকতা রোধ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহবান জানান জানান সেই সাথে উপজেলা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।