শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
২০০১ খ্রিস্টাব্দে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।


গত(২১নভেম্বর)বৃহস্পতিবার কাউনিয়া কলেজের আয়োজনে কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


সংবর্ধনা শেষে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি শফিকুল, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, কলেজ পরিচালনা পর্ষদ এর সদস্য এ্যাড. শাহীন সরকার, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, ইতিহাস বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ফজলুল হক সরকার, সাবেক সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান শ্বাশত ভট্রাচার্য, সাবেক সহকারী অধ্যাপক ও ইংরাজী বিভাগের প্রধান মোকাম্মেল হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক,শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ


অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তারা বলেন, যাদের শ্রম, ঘাম আর মেধায় সনামধন্য প্রতিষ্ঠান হিসাবে দারিয়েছে তাঁরা সব সময়ই আমাদের কাছে সম্মানিত। অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা নিয়ে ঐতিহ্যবাহি কলেজটি আরো এগিয়ে যাবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করেন।