কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশন মধ্য দিয়ে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের অনার্স ২০২৩-২৪ সেসনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ক্লাসের উদ্¦োধন হয়েছে।
আজ (২১আগস্ট)বুধবার সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে ওরিয়েন্টেশন ক্লাস উদ্¦োধন অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ ফারুক আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কাউনিয়া কলেজ ২০০১ সালে বাংলাদেশে শ্রেষ্ঠ কলেজ হিসাবে নির্বাচিত হয়ে ছিল। সে কারণে সার্বিক দিক থেকে কলেজটির সুনাম রয়েছে। বিগত সরকারের সময়ে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে উপজেলা সদরের কলেজটি জাতীয়করণ না করে প্রায় ২০কিলোমিটার দুরে একটি কলেজ জাতীয়করণ করা হয়েছে। বৈষম্যের শিকার হওয়ায় মামলা করা হয়েছে। বর্তমান সরকারের সময়ে বৈষম্যের সংস্কার শুরু হয়েছে। তাই বৈষম্যে বেড়াজাল থেকে কলেজটিকে মুক্ত করে জাতীয়করণের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, কৃষি শিক্ষা বিভাগীয় প্রধান ড. মোঃ সরোয়ার হোসেন বসুনিয়া, সহকারী অধ্যাপক আসাদুজ্জান, দেবাশীষ মহন্ত, সহকারী অধ্যাপক ও বাংলার চিত্র নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক মোঃ ফয়জার রহমান (রাজু), প্রভাষক আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, প্রভাষক রিতা বেগমসহ শিক্ষক, শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজ ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করার আহবান জানান বক্তারা।