রংপুরের কাউনিয়ায় আওয়ামীলীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত(১৫ আগষ্ট) মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আওয়ামীলীগ নেতাকর্মীদের একটি একটি বিশাল শোক র্যালি প্রধান প্রধান সড়ক ঘুরে পূর্ণরায় বিদ্যালয়ের মাঠে শেষ হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে জাতীয় শোক দিবস-২০২৩ আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা হাকিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম এ হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম জাহাঙ্গীর হাসান, জমশের আলী, সদর বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, টেপামধুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আলতাফ হোসেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মশিউর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্নআহবায়ক জামিল হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।