বৃহস্পতি. সেপ্টে. 12th, 2024

৬ দিনে মহেশের সিনেমার আয় ২০৯ কোটি টাকা ছাড়িয়ে

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। তাকে নিয়ে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস নির্মাণ করছেন তেলেগু ভাষার ‘গুন্তুর করম’ সিনেমা। ১২ বছর পর একসঙ্গে এ সিনেমায় কাজ করছেন তারা। গত ১২ জানুয়ারি বিশ্বের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি।

মহেশ বাবু অভিনীত চলতি বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘গুন্তুর করম’। মুক্তির পর থেকে বরাবরের মতোই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছেন মহেশ বাবু। বক্স অফিসেও ভালো আয় করছে সিনেমাটি। যদিও সময়ের সঙ্গে আয়ের নদীতে ভাটা পড়ছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘গুন্তুর করম’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করে ৭৯.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ১৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ১৮.৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ১৮ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ১৪.২ কোটি রুপি, ৬ষ্ঠ দিয়ে আয় করেছে ৯.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫৯.১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২০৯ কোটি ১৩ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, এ পর্যন্ত শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১০০.৯৫ কোটি রুপি।

‘গুন্তুর করম’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তা ছাড়াও অভিনয় করছেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ। ১৫০-২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন এস রাধা কৃষ্ণা।