শুক্র. মার্চ 29th, 2024

কাউনিয়ার টেপামধুপুরে বাল্যবিয়ে পন্ড

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের সঠিক সময় পদক্ষেপ নেয়ার ফলে বাল্যবিয়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল টেপামধুপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণী ছাত্রী সাবরিনা হোসেন মুন্নি(১৫)। গত শুক্রবার ২৯ডিসেম্বর উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজিব গ্রামে কনে সাবরিনা হোসেন মুন্নি’র বর সদূর গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার মিলন সরকার। নিষেধ উপেক্ষিত বরযাত্রীর উপস্থিতিতে চলছে ধুমধামে রসনা ভোজন। বাধঁ সাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা সঙ্গে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন ও টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমূখ। থানাপুলিশ সাথে নিয়ে আমন্ত্রন বিহীন উপস্থিত বিয়ে বাড়ীতে। মূহুর্তে উৎসব মুখোর পরিবেশ মলিন, যেন পুরো শীত জেঁকে বসেছে। পরে অভিভাবকদ্বয়কে বাল্যবিয়ের কুফলসহ নানান দিক বুঝাতে সক্ষম হয় অতিথিবৃন্দ। প্রাপ্ত বয়সের আগে বিয়ে না দেয়ার মুচলেকায় মুক্তি। বন্ধ করে বাল্যবিয়ে, পন্ড হয় বিয়ের আয়োজন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাজিয়া সুলতানা জানান, বাল্যবিয়ের সংবাদ পেয়ে কনের বাবাকে এই আয়োজন করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা বিয়ের আয়োজন করায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ বিয়ে বন্ধ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।