শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় অলি-গলিতে জীবাণুনাশক পানি ছিটালো ফায়ার সার্ভিস

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি,
করোনা ভাইরাস প্রতিরোধে রংপুরের কাউনিয়া উপজেলার রাস্তাঘাটসহ জনসমাগম হয়-এমন এলাকা ও অলি গলিতে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানোর কার্যক্রম করছে হারাগাছ ফায়ার সার্ভিস।
শনিবার(১১এপ্রিল)সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়িযোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলার রাস্তা-ঘাটসহ জনসমাগম হয়-এমন এলাকা ও অলি গলিতে এ জীবানুনাশক পানি ছিটানোর কার্যক্রম করেন।
হারাগাছ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রায়হান ইসলাম জানিয়েছেন, ক্রমেই করোনা ভাইরাস সারা বিশে^র মধ্যে মহামারির আকার ধারণ করেছে। তাই আমরা করোনা ভাইরাস প্রতিরোধের জন্য উপজেলা বিভিন্ন রাস্তাঘাটসহ জনসমাগম হয়-এমন এলাকা ও অলি গলিতে জীবাণুনাশক পানি ছিটানোর কার্যক্রম চলছে। এতে সড়কের করোনা সংক্রমণের বিস্তার অনেকটা কমবে।