শনি. এপ্রিল 20th, 2024

কাউনিয়ায় গণতান্ত্রিক সুশাসনে কৃষি ঋণ বিষয়ক গণ শুনানি

স্টাফ রিপোর্টার :

রংপুরের কাউনিয়া উপজেলায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কমিউনিটি পর্যায়ে সরকারি ও বে-সরকারি পরিষেবার কার্যকারিতা নিয়ে কৃষি ঋণ বিষয়ক গণ শুনানি অনুষ্ঠিত।


গত(৩মার্চ)বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা টিপুমুন্সী অডিটরিয়াম হলরুমে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কমিউনিটি পর্যায়ে সরকারি ও বেসরকারি পরিষেবার কার্যকারিতা নিয়ে কৃষি ঋণ বিষয়ক গণ শুনানি সহকারী কমিশনার(ভুমি)মোঃ রাকিবুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।


এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)রাকিবুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, মৎস্য কর্মকর্তা মোছা ঃ ফারজানা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, জেলা নেটওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, জনতা ব্যাংক ম্যানেজার মোঃ নুরনবী মিয়া, কৃষি ব্যাংক ম্যানেজার মোঃ তারিকুল ইসলাম, যমুনা ব্যাংক ম্যানেজার মোঃ মাহবুবুল করিম, সোনালী ব্যাংক অফিসার মোঃ তারিকুল ইসলাম, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুর রফিক পাটয়ারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন, ফিল্ড ফ্যাসিলেটর মো. আনোয়ার হোসেন, মাসুদ রানাসহ সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।