বৃহস্পতি. মার্চ 28th, 2024

কাউনিয়ায় জলাতঙ্ক রোগে মৃত গাভীর খামারীকে ক্ষতিপূরণ প্রদান

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় উপজেলায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত গাভীর খামারীকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

গত(১৬জুন)বুধবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরেনারি পাবলিক হেলথ যোদ্ধা প্রকল্পের আওতায় উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের খামারি আজিজুল ইসলামকে জলাতঙ্ক রোগে আক্রান্ত মৃত গাভীর ক্ষতিপূরণ বাবদ ৩৮হাজার ৪শত ৬৩ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার তাহ্মিনা তারিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনোজিৎ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, ভেটেনারি সার্জন ডা: মোহাম্মদ শাকিল আহমেদ, এম ই ও আহসান হাবীব, ফিল্ড ফ্যাসিলিটেটর মোস্তাক আহমেদ লাকু ,সাংবাদিক নিতাই রায়, এম এ হাবিব তুষার, সাইদুল ইসলাম প্রমুখ।