শুক্র. এপ্রিল 19th, 2024

কাউনিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি ঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল(২৪মার্চ)বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা) এর সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা উপ-সহকারী প্রকৌশলী মো. শামসুদ্দিন, উপজেলা প্রেসক্লাবের যুগ্নআহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান মিজান, অফিস সহকারী মেহেদী হাসান, ইউপি সদস্য আব্দুর সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে দুর্যোগ কি, দুর্যোগের পরিচিতি(ঘুর্নিঝড়), বন্যা, খরা, ভুমিকম্পন, অগ্নিকান্ড, শৈত্যপ্রবাহ, বজ্রপাত, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, দুর্যোগ ব্যবস্থাপনা কি এর পর্যায় সমূহ, দুর্যোগ ঝুকিহ্রাসে করনীয় সমূহ, দুর্যোগ পূর্বাভাস পাওয়ার পর করণীয়, দুর্যোকালীন করণীয়,দুর্যোগ পরবর্তী করণীয়, মনো-সামাজিক সুরক্ষাসহ দুর্যোগের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।