বৃহস্পতি. এপ্রিল 18th, 2024

কাউনিয়ায় পানি বন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের কাউনিয়া উপজেলায় উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি হওয়ায় চরাঞ্চলে পানি বন্দি অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরন করা হয়েছে।

শুক্রবার(২২অক্টোবর)সকালে মানবতার জন্য জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বালাপাড়া ইউনিয়নে তিস্তা নদী বেষ্ঠিত চরাঞ্চল ঢুষমারা, চর গনাই, হয়বত খাঁসহ বিভিন্ন এলাকায় নৌকা যোগে পানিবন্দী অসহায় মানুষের মাঝে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, বিতরণ করেছে জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন- জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, যুগ্ম সম্পাদক নুর এ আলম সিদ্দিকি সাজু, বাংলার চিত্র অনলাইন নিউজ পোটাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক নিতাই রায়, স্বেচ্ছাসেবক জনি, তহিন, মুন্না, বিশাল, সায়েম, মিতু, রুমাসহ জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এসময় জিন্নাহ্ চম্পা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু জানান, চরাঞ্চলের মানুষ বন্যার পানিতে গৃহবন্দি হয়ে খাদ্য সংকটে রয়েছে। আমরা সর্বদাই অসহায় মানুষ গুলোর জন্য কাজ করি, পানিবন্দী মানুষের দুঃখ দূর্দশার কথা চিন্তা করে সামান্য খাবার উপহার দিচ্ছি।