বৃহস্পতি. এপ্রিল 25th, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে লাইন্সেস বিহীন চিপস ফ্যাক্টরির ৩০ হাজার টাকা জরিমানা

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলা লাইন্সেস বিহীন চিপস ফ্যাক্টরিতে ভ্রামান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


আজ সোমবার (৩জানুয়ারি) দুপুরে উপজেলার বেইলীব্রীজ বাজার এলাকায় মফিজুল ইসলামের লাইন্সেস বিহীন চিপস ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা তাহমিনা তারিন।

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসেন জনান আজ সোমবার দুপুরে উপজেলার বেইলীব্রীজ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোছা তাহমিনা তারিন মফিজুল ইসলামের লাইন্সেস বিহীন চিপস ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনাকে সচেতন মহল স্বাগত জানিয়ে এটি অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।