বৃহস্পতি. এপ্রিল 25th, 2024

গঙ্গাচড়ায় সমবায় দিবস পালিত

গঙ্গাচড়া, সংবাদদাতা :
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান খন্দকার, উপজেলা শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান আব্দুল মতিন অভি, সাংবাদিক আব্দুল মজিদ। সাংবাদিক ও সমবায়ী সুজন আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রায়হান ও গীতাপাঠ করেন সাংবাদিক নির্মল রায়। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও সুবিধাভোগীদের মাঝে চেক প্রদান করা হয়।