শনি. এপ্রিল 20th, 2024

নারায়ণগঞ্জ কারাগারে গার্মেন্টস উদ্বোধন

এরশাদুল হক এরশাদ, নারায়ণগঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। কারাবন্দিদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে। কারাবন্দিরা যাতে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করেন, সে কারণে মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বন্দিরা যাতে ভবিষ্যতে কর্ম জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা কারাগারে উদ্বোধন করা গার্মেন্টস বন্দিরাই চালাবেন। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এই সুবিধা সংবলিত ইউনিট গড়ে তোলা হবে। বুধবার ২৭ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য নবনির্মিত গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারের ভেতরে মাদকসহ অবৈধ কোন জিনিস যাতে ঢুকতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণ ও গেটে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। এর ফাঁক ফোকর দিয়ে দুই একটি জিনিস ঢুকে গেলেও আমরা এই ব্যাপারে সতর্ক রয়েছি। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক), সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।