শনি. এপ্রিল 20th, 2024

পার্বতীপুরে রেল কর্মচারীর বিরুদ্ধে তালা ভেঙ্গে বাসা দখলের অভিযোগ


মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর (দিনাজপুর):

দিনাজপুরেে পার্বতীপুরে হাফিজুর রহমান নামে এক রেল কর্মচারীর বিরুদ্ধে সিলগালা ভেঙে রেলওয়ের বাসায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সম্প্রতি পৌর এলাকার পাওয়ার হাউজ কলোনীতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। জানা গেছে, ডিজেল লোকোমোটিভ কারখানায় কর্মরত হাফিজুর রহমান (টি/নং-১০১৮) গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাওয়ার হাউজ কলোনির একটি একক বাসার (নম্বর- এল ৩২০) সিলগালা ভেঙে অনুপ্রবেশ করে তা দখলে নেন। এর আগে ওই বাড়িতে অবস্থানকারী কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার এসই নজরুল ইসলাম গত জানুয়ারি মাসে অবসরে যাওয়ার সুবাধে বাড়িটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়িটি বুঝে পেয়ে সিলগালা করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। এ সুযোগকে কাজে লাগিয়ে হাফিজুর রহমান রাতের আঁধারে সিলগালা ভেঙে বাসাটি দখল করেন।
এ বিষয়ে হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় প্রকৌশলী (ডিইএন-২) মোঃ আব্দুর রহিম জানান, আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রেল কর্মচারী হাফিজুর রহমান সিলগালা ভেঙে বাসা দখলের বিষয়টি জেনেছি। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (ওয়ার্কস) শরিফুল ইসলামকে আহবায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।