মঙ্গল. এপ্রিল 16th, 2024

বিমানে পেঁয়াজের প্রথম চালান ঢাকায়

বাজারে অস্থিরতা কাটাতে বিদেশ থেকে কার্গো বিমানে করে পেঁয়াজ আনার যে ঘোষণা সরকার দিয়েছিল, তার প্রথম চালান এসেছে।

পাকিস্তানের করাচি থেকে ৮২ টন পেঁয়াজ নিয়ে কার্গো বিমানটি বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহাসান জানান।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, আজারবাইজানভিত্তিক সিল্কওয়েজের উড়োজাহাজে পেঁয়াজের এই চালান এনেছে সাদ ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে এই নিত্যপণ্যের দাম হু ‍হু করে বাড়তে থাকে। প্রতি কেজি পেঁয়াজের দর ৩০-৪০ টাকা থেকে আড়াইশ টাকায় উঠে যায়।

এই পরিস্থিতিতে সরকার মিশর, তুরস্কসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। জাহাজে আনতে দেরি হবে বলে উড়োজাহাজে পেঁয়াজ আনার সিদ্ধান্তও নেওয়া হয়।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মাশুল জনস্বার্থে মওকুফের ঘোষণা দিয়েছে।

আকাশপথে যে কোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ দিতে হয়। এই সিদ্ধান্তের ফলে তা আর দিতে হচ্ছে না।