শুক্র. মার্চ 29th, 2024

মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের রক্ত ঝড়েছে- বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি

নিজস্ব প্রতিবেদক :

৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। সেই সময় মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিলো। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়েও একইভাবে সেই সহযোগিতা করে যাচ্ছে। এই মাটিতে রক্ত ঝড়েছে সব ধর্মের মানুষের লাল হয়েছিল মাটি। সেই মহান মুক্তিযুদ্ধের ৫০বৎসর পার হয়ে গেল ভারত- বাংলাদেশ পরস্পরের প্রতি সন্মান বোধ সব মেলেই আজও বাস করছি বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।

মঙ্গলবার(১৬নভেম্বর)বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়ি শ্রী শ্রী নিগামনন্দ সারস্বত আশ্রমে ভারত সরকারের অর্থায়নে মানব কল্যাণ প্রজেক্টের আওতায় নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে প্রজেক্ট মনিটরিং কমিটি কর্তৃক আয়োজিত আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা আশ্রমের সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।


মন্ত্রী বলেন, হাজার হাজার বছর ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উৎববে সবাই সবার পাশে থেকেছি। সেই সপ্নের বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ভারত সরকারের অর্থায়নে এই আশ্রমের কাজ চলছে। নির্মাণ কাজ শেষ হলে এখানকার মানুষের জীবন মান বদলে যাবে। এজন্য মন্ত্রী ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জীব কুমার ভার্টি, রংপুর সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।