বৃহস্পতি. সেপ্টে. 12th, 2024

কাউনিয়ায় তিস্তা নদীর জেগে উঠা ধু-ধু চরে সবজি ক্ষেত ও গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার।

স্টাফ রিপোর্টার :


রংপুরের কাউনিয়ায় উপজেলায় তিস্তা নদীর জেগে উঠা ধু-ধু চরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত ও গৃহ নির্মাণ প্রকল্প এবং ভুমি অফিস পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার।

গতকাল(১৩ফেব্রুয়ারি)শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তিস্তা নদীর জেগে উঠা ধু-ধু চরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের গড়ে উঠা নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন শেষে তিস্তার নদীর চরে কৃষক-কিষাণীদের সাথে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল খন্দকার আব্দুল ওয়াহেদ, জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সরওয়ারুল হক, রংপুর উপ পরিচালক কৃষি বিপনন অধিদপ্তর মোঃ আনোয়ারুল হক, সহকারী কমিশনার(ভুমি)রাকিবুজ্জামান রাকিব, ইউপি চেয়ারম্যান আনছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ করলে কৃষকরা স্বল্প সময়ে বেশি ফসল পাবেন। দেশের কৃষকরা যেন ভালোভাবে থাকতে পারে সেজন্য সরকার সব রকমের সহযোগিতা করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পান সে জন্য সরকার সব রকমের সুযোগ সুবিধার পরিকল্পনার গ্রহন করেছে। যত বেশি ফলন হবে ততো কৃষক আলোর মুখ দেখবে।

কৃষকদের সাথে মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর উপহার গৃহ নির্মাণ প্রকল্প এবং ভুমি অফিস পরিদর্শন করেন পরিদর্শন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।