সোম. এপ্রিল 29th, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে বালাই নাশক বিক্রেতার জরিমানা

কাউনিয়া প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় উপজেলার টেপামধুর বাজারে খুচরা বালাইনাশক বিক্রেতা ইউরিয়া সার রাখার দায়ে বিক্রেতার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক।

গত(২৮মার্চ)বৃহস্পতিবার সকালে উপজেলার টেপামধুর বাজারে খুচরা বালাইনাশক বিক্রেতা আম্বার আলী আলীর দোকানে অভিযান চালিয়ে ৩০০বস্তা ঘোড়াশাল ইউরিয়া সার রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজা পারভীন ও একদল পুলিশ।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, উপজেলার টেপামধুর বাজারে খুচরা বালাইনাশক বিক্রেতা আম্বার আলী আলীর দোকানে ৩০০বস্তা ঘোড়াশাল ইউরিয়া সার রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন এধরণের অভিযান অব্যহত থাকবে।