শনি. এপ্রিল 27th, 2024

কাউনিয়ায় ইপিজেড এলাকা পরিদর্শন করলেন বেজার নির্বাহী চেয়ারম্যান


স্টাফ রিপোর্টার :
অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদী ঘেঁষা হয়বত খাঁ গ্রামে ইপিজেড এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।


গত(২৮মার্চ)বৃহস্পতিবার দুপুরের উপজেলার টেপামধুপুর ইউনিয়নে তিস্তা নদী ঘেঁষা হয়বত খাঁ গ্রামে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দেরদের সাথে মত বিনিময় সভা করেন।
এসময় সাথে ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, থানা অফিসার ইনচার্জ মাহাফুজার রহমান, টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


তিস্তা নদীর চরে জমিতে ইপিজেড নির্মিত হলে গড়ে উঠবে বিভিন্ন কলকারখানা সৃষ্টি হবে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান। বদলে যাবে চরণচলের অর্থনীতির চিত্র। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হবে এই বলে দেখছেন এখানকার সকল পেশার মানুষ। ইপিজেড বাস্তবায়ন দ্রত গতিতে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের মানুষের।