বৃহস্পতি. সেপ্টে. 12th, 2024

কাউনিয়ায় বঙ্গবন্ধু ম্যারাথন খেলা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা

রংপুরের কাউনিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত(৩মার্চ)বুধবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ খেলা উপজেলা চত্বর থেকে অনুষ্ঠিত হয়। খেলা পূর্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি)রাকিবুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সধারণ সম্পাদক আশরাফুল আলম।


এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমুখ।

প্রতিযোগিতায় বয়সের ৩স্তরে প্রায় ১শতাধিক প্রতিযোগির অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে শুরু হওয়া ডিজিটাল ম্যারাথনটি প্রধান প্রধান সড়কে ৫কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।