শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় শীতার্তদের মাঝে কম্বল দিলেন রংপুরের ডিআইজি

স্টাফ রিপোর্টার :
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার চরাঞ্চলের দুঃস্থ্য, অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।


আজ(০২জানুয়ারি)বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, ঢাকা এর আয়োজনে উপজেলার গাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুঃস্থ্য, অসহায় ও দরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক দেবদাশ ভট্টাচার্য্য বিপিএম।


এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন, আবু মারুফ হোসেন (অপরাধ ও প্রশাসন), পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম, ওসি(তদন্ত)সেলিমুর রহমান প্রমুখ।