শুক্র. এপ্রিল 26th, 2024

ইসিবি চত্ত্বরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ইসিবি চত্ত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা দুেই ঘণ্টার বেশি সময় ইসিবি চত্ত্বর এলাকায় প্রাইভেটকার চালকের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে।
ক্যান্টমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্ত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ছাত্র ছিল।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা ইসিবি চত্ত্বরে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে। এসময় তারা প্রাইভেটকার চালকের গ্রেফতারের দাবি জানায়। শিক্ষার্থীদেরকে রাস্তায় অবরোধের ফলে ইসিবি চত্ত্বরসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’
‘পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গ্রেফতারের আশ্বাস দিলে রাত সাড়ে ১১টার পরে অবরোধকারীরা রাস্তা ছেড়ে চলে যায়। এখন ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’ বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে রাস্তা অবরোধ করে রাখা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে তাদেরকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেন।

শিক্ষার্থীদের দাবি- ঘাতক প্রাইভেটকারচালককে গ্রেফতার করতে হবে। পুলিশ তাদেরকে আশ্বাস দেওয়ায় তারা সড়ক ছেড়ে সরে গেছে।