শুক্র. মে 10th, 2024

কাউনিয়ায় প্রশাসনের নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

(১৫আগষ্ট)মঙ্গলবার সকালে সকালে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এ সময়ে উপস্থিত সকলেই কালো ব্যাজ ধারণ করেন। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন হয়। পুস্পস্তবক অর্পন শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটোরিয়াম হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,
সহকারি কমিশনার(ভুমি)মনোনীতা দাস, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।