শুক্র. মে 10th, 2024

কাউনিয়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কাউনিয়া প্রতিনিধিঃ
তুমি যা কিছু শিখেছো তা অন্যের মাঝে বিলিয়ে দাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহি কাউনিয়া কলেজের ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কল্যাণ কামনায় শুভ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ(১৩আগস্ট)রবিবার সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, গর্ভানিং বডির সদস্য হাবিবুর রহমান, প্রভাষক আরফিন হোসেন হিমেল, শফিকুল ইসলাম, আতাউর রহমান, শাহ রায়হান, আবু মোঃ আহসান সিদ্দিক পল্লব, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মুন্না সরকার, সাধারণ সম্পাদক মারুফ হাসান, পরীক্ষার্থী সজিব প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন পরীক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও জাতির কল্যানে কাজ করতে হবে।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক আজম জানান ২০২৩ সালে কাউনিয়া কলেজ হতে এইচএসসি পরীক্ষায় ৩টি বিভাগে মোট ৪ শত ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।