শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় করোনার বিস্তার রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের দেওয়া ষোষনা অনুযায়ী সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।


এরই ধারাবাহিকতায় আজ(১৪এপ্রিল)বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন এর নেতৃত্বে উপজেলা সদর, বাসস্টান্ড, সানাই মোড়, টেপা-মধুপুর বাজার, ভায়ারহাট, চৈতার মোড় বাজার, জামতলা বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় করোনা বিস্তার রোধে সচেতনমূলক প্রচার-প্রচারণা ও অসহায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মো ঃ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুমুর রহমান।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা তারিন জানান, করোনা মোকাবেলায় সরকারের নিষেধাজ্ঞা অনুসরণ করে সাতদিনের কঠোর লকডাউন যথাযথ ভাবে পালনের লক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় জনসাধারণকে অবহিত ও সচেতনতামূলক প্রচার-প্রচারণা করে যাচ্ছি। তিনি আরো বলেন, সরকারের সিদ্ধান্ত মোতাবেক লকডাউন পালনে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।