শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় কারেন্ট জাল জব্দ : তিন মৎস্য ব্যবসায়ির জরিমানা

নিজস্ব প্রতিবেদক :


রংপুরের কাউনিয়ায় উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ডিজিটাল পাল্লা ব্যবহার না করে দাঁড়ি পাল্লা দিয়ে মাছ বিক্রি করার অপরাধে তিন মৎস্য ব্যবসায়ির জরিমানা করে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমাণ আদালত।


গত(২৬জুলাই)মঙ্গলবার বিকালে উপজেলার টেপামধুপর বাজারে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন অভিযান চালিয়ে এ জরিমানার রায় দেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মাহবুব-উল-আলম ও থানা পুলিশের একটি দল।



ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার টেপামধুপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার ১ শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ডিজিটাল পাল্লা ব্যবহার না করে দাঁড়ি পাল্লা দিয়ে মাছ বিক্রি করার অপরাধে তিন মৎস্য ব্যবসায়ি প্রত্যেকে দুই হাজার টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।