শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এ শ্লো-গানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত(২৮আগস্ট)শনিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকতা মোছা. ফারজানা আক্তার। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় মাছের লক্ষ্য মাত্র ধরা হয়েছে ৫হাজার ৩৩০ মেঃ টন সেখানে উৎপাদন হয়েছে ৪হাজার ২শত ৭৭মেট্রিক টন, উপজেলায় পুকুর রয়েছে ৪ হাজার ৭৪ টি এর মধ্যে সরকারী পুকুরের সংখ্যা ৪টি,অভায়শ্রম রয়েছে মাত্র একটি। তিনি আরো জানান, উপজেলা মৎস্য অধিদপ্তর ৭দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচী সফল করার জন্য বিগত বছরগুলোর মতো এবছরও স্থানীয় গণমাধ্যম ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, প্রেসক্লাব সভাপতি সহ-কারী অধ্যাপক মোস্তাক আহমেদ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলার চিত্র ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান, জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।