শুক্র. এপ্রিল 26th, 2024

নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নাগরিককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

সুভাষ বিশ্বাস, নীলফামারী প্রতিনিধিঃ চীন থেকে আসা নীলফামারীর উত্তরা ইপিজেডের এক নারী কর্মী জ্বর, সর্দি ও বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গেছে, তার শরীরে করোনা ভাইরাসের জীবানু আছে কি না তা নিশ্চিত হতেই হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে জিংজিং(২৯) নামের ওই কর্মীকে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্বাবধায়ক হুমায়ুন কবির। তিনি আরো জানান, ৪ফেব্রæয়ারী জিংজিং চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার শারীরিক পরীক্ষা শেষে ছেড়ে দেয়া হলে তিনি নীলফামারীর উত্তরা ইপিজেডে এসে কাজে যোগদান করেন। এদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: রোস্তম আলী জানান, জিংজিং-কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইসিডিসিআর)-এর লোকজন এসে প্রয়োজনীয় নমুণা সংগ্রহ করবেন এবং তা পরীক্ষা-নিরীক্ষা করবেন।