শুক্র. এপ্রিল 26th, 2024

বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন পরার নির্দেশনা

ঢাকা ব্যুরো :


করোনা মহামারি হ্রাস পাওয়ায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও সকল অধস্তন আদালতের বিচারক এবং আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে বা ভার্চুয়ালি শুনানিতে ক্ষেত্র মতো সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। আগামী ৩১ অক্টোবর থেকে সবাইকে এই নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে ২০২০ সালের জুলাই ও আগস্ট মাসে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট-গাউন পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় একই বছরের ১৬ নভেম্বর কালো কোট-গাউন পরা বাধ্যতামূলক করা হয়েছিল। এর পর গত ৩০ মার্চ চলমান করোনা মহামারির ঊর্ধ্বগতিতে আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই বলে নির্দেশনা দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।