শুক্র. এপ্রিল 26th, 2024

হারাগাছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত

মাসুদ পারভেজ হারাগাছ সংবাদদাতা :


স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের ১৫ আগষ্ট নির্মম ভাবে হত্যা করা হয়। ৪৬তম শাহাদৎ বাষির্কী উপলক্ষ্যে জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালী জাতির গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে, এরই অংশ হিসাবে হারাগাছ পৌর আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় পতাকা অর্ধ নির্মিত কাল পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা থেকে সারাদিন বঙ্গবন্ধুর ভাষন, প্রচার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হারাগাছ পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল আকতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামীউল আলম শিমু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোজাহেদ হোসেন রাজু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক কবির হোসেন, হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও আওয়ামীলীগের সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।