শনি. এপ্রিল 27th, 2024

৩০ জানুয়ারি সব কেন্দ্রে চলবে ইভিএমে অনুশীলন ভোট

যে সব উপজেলায় ইভিএমে ভোট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটাররা ভোটের আগের দিন নিজ কেন্দ্রে গিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিজের ভোট দেওয়া অনুশীলন করতে

এর আগে দুই নগরের প্রতিটি কেন্দ্রে হবে ইভিএম প্রদর্শনীও। সেখানে গিয়েও ভোটদান পদ্ধতিও জানাতে পারবেন তারা।

ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান রোববার এ তথ্য জানান।

১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে।

আশিকুজ্জামান বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনভর সব ভোটকেন্দ্রে ইভিএম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটাররা নিকটস্থ যে কোনো ভোটকেন্দ্রে গিয়ে ইভিএমে ভোট দেওয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একযোগে সব কেন্দ্রে অনুশীলনমূলক ভোট হবে। ভোটাররা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে ভোটের মহড়া দিতে পারবেন।

ভোটার তথ্য ১০৫ নম্বরে

কাজী আশিকুজ্জামান জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটাররা জাতীয় পরিচয়পত্রের নম্বর ১০৫ নম্বরে পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বরসহ যাবতীয় তথ্য পাবেন।

রোববার এই সেবা চালু হয়েছে।

PC লিখে স্পেস এনআইডি নম্বর (স্মার্ট কার্ডের ১০ ডিজিট অথবা জাতীয় পরিচয়পত্রের ১৭ ডিজিট) লিখে ১০৫ নম্বরে বার্তা পাঠালে ফিরতি এসএমএস- এ নাম, ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ক্রমিক জানানো হবে।

কারও ১৩ ডিজিটের এনআইডি নম্বর থাকলে শুরুতে জন্মসাল যোগ করে ১৭ ডিজিট করে এসএমএস করতে হবে।

যেভাবে তথ্য জানবেন PC NID number send 105

এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩১৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকছে ৭৮৫০টি। এ সিটিতে ভোটার ৩০ লাখ ৯ হাজার জন।

দক্ষিণ সিটিতে ১১৫০ ভোটকেন্দ্রে থাকবে ৬৫৮৯টি ভোটকক্ষ। এ সিটি করপোরেশনে ভোট ২৪ লাখ ৫২ হাজার।

স্টিকারযুক্ত সাংবাদিকদের বাইক চলবে

ভোটের দিন সাংবাদিকদের নির্বাচন কমিশন অনুমোদিত স্টিকারযুক্ত মটর সাইকেল চলতে পারবে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক ইসরাইল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দুই রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইস্যুকৃত স্টিকারযুক্ত মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্রের ভেতরে মোটরসাইকেল নিয়ে ঢুকতে পারবেন না।

মোটরসাইকেল ব্যাবহারকারী সাংবাদিকদের ইসি থেকে ইস্যু করা সাংবাদিক পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে।