সোম. এপ্রিল 29th, 2024

কাউনিয়ায় আলুর মজুদ রোধে কোল্ড স্টোর পরিদর্শন করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার:

রংপুরের কাউনিয়ায় সরকার নির্ধারিত আলুর বিক্রয়মূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে কোল্ড স্টোর পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক। বুধবার (২৭সেপ্টেম্বর) সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নে মহুবর রহমান কোল্ড স্টোরেজ লিমিটেড ও কুর্শা ইউনিয়নে ভরসা কোল্ড স্টোর পরিদর্শন করেন তিনি।

পাশাপাশি তিনি পাইকারি ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্থিতিশীল রাখতে পণ্যের মজুতদারি এবং দামের উর্ধ্বগতি রোধে হাট বাজার গুলোতে সরকারি রিধারিত মূল্যে ক্রয়-বিক্রয়ে জন্য তালিকা টাংগানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম।

এ ব্যাপারে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, পণ্যের দামের উর্ধ্বগতি রোধে উপজেলার হাট বাজার গুলোতে সরকারি রিধারিত মূল্যে ক্রয়-বিক্রয়ে জন্য তালিকা টাংগানো হয়।

তিনি আরো বলেন সরকারের নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ করলে বা কারসাজি করলে বা কৃত্রিম সংকট তৈরী করলে বা গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।