শনি. এপ্রিল 27th, 2024

কাউনিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আয়কর আইনজীবি মোঃ হুমায়ুন কবীর খান মুকুল স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন করেছেন।


রবিবার(২৪মার্চ)দুপুরে কাউনিয়া থানা রোডে আয়কর আইনজীবি মোঃ হুমায়ুন কবীর মুকুলের কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন, অসহায়, দুস্থ, নীপিড়িত মানুষকে সহায়তার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করা, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করা, শিক্ষার মান উন্নয়ন ঘটাতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ধর্মীয় বৈষম্য দূর করে একত্রে কাজ করার মানসিকতা তৈরী করে কাজ করা, হয়রানিমুক্ত সেবার মান উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্য বিবাহ দূরকরণ এবং সচেতনতা সৃষ্টি করা, পৌরানিক ওজন ব্যবস্খা দূরীভূত করে আধুনিক ওজন ব্যবস্থা কার্যকর করা, সামাজিক সাংস্কৃতিক সম্প্রীতির চেতনা জাগ্রত করা, মাদকমুক্ত সমাজ গঠন ও বেকারত্ব দূরীকরণের জন্য যুব সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা, সামাজিক বৈষম্য দূরীকরণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন তিনি।


তিনি বলেন, উপজেলার সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করে উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলমত নির্বিশেষে উপজেলার সকলকে একসাথে নিয়ে বাংলাদেশ সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে কার্যকরের মাধ্যমে কাউনিয়া উপজেলাকে বাংলাদেশের সকল উপজেলার মধ্যে একটি আদর্শ জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা করবেন বলে আয়কর আইনজীবী হুমায়ুন কবীর মুকুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এসব কথা বলেন।


তিনি আরো বলেন কাউনিয়া উপজেলাকে জনকল্যাণমূলক স্মার্ট উপজেলা করতে তিনি সকলের দোয়া, পরামর্শ ও সমর্থন এবং সহযোগিতা কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে কাউনিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।