শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলায় অসহায় হতদরিদ্র নারী পুরুষ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ।

(১৭জানুয়ারি)রবিবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা মাঠে সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার অবসর প্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ আনুষ্ঠান অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আমান উল্লাহ এর সভাপতিত্বে ও অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. গোলজার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মজনু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত সিনিয়র এ এস পি মো. আকরাম হোসেন মন্ডল।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এডিশনাল এস পি আসাদুজ্জামান বাবু এর সহধর্মিনী শারমিন আক্তার শেলি, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাসুমুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জি এম (এক্সিলেন্ট ওয়ার্ল্ড) ও দাতা উপদেষ্টা মো. হাফিজুুর রহমান মুকুল, অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুল খালেক, অবসর প্রাপ্ত শিক্ষক সুমির কুমার মিত্র, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা সুবোধ কুমার মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এলাকার অসহায় হত দরিদ্র নারী পুরুষ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কেেরন অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।