শনি. এপ্রিল 27th, 2024

কাউনিয়ায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ

নিজস্ব সংবাদদাতা :

রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝঁকিপূর্ন জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি(প্রভাতী)প্রকল্পের আওতায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়েছে।

গত(২৮ফেব্রুয়ারি)সোমবার সকালে উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে একতা হাট প্রাঙ্গনে প্রকল্পের আওতায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাথেন, বাংলাদেশ এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক ডিভিশন(আইএফএডি) মিঃ আর্নাউড হ্যামেলিয়ার্স।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কান্ট্রি প্রোগ্রাম এ্যনালিষ্ট নাবিল রহমান, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, মিশন লিডার দেওয়ান আলমগীর, ইনফ্রাস্টাকচারার স্পেশালিষ্ট আবুল বাসার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, সোসাল ইনক্লুশন স্পেশালিষ্ট মিস. ফারিয়া তাসিন, প্রভাতী প্রোজেক্ট ডিরেক্টর মো. অনিসুল ওহাব খান, টিম লিডার মিসেল এ রয়, ডিপুটি প্রোজেক্ট ডিরেক্টর মোঃ আব্দুল বারেক হাওলাদার, সিনিয়র এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রাজু আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রকল্পের আওতায় এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করা হয়।