শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় গণতান্ত্রিক সুশাসনে সংবাদ সম্মেলন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৩০ডিসেম্বর)সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও সিপিডি এবং অক্সফাম এর কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহন প্রকল্প স্থানীয় পর্যায়ে এস ডি জি সম্পর্কিত নীতি বাস্তবায়ন ও কমিউনিটির প্রত্যাশা বিষয়ক এক সংবাদ সম্মেলন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মাল্টিমিডিয়ার মাধ্যমে এসডিজি সম্পর্কিত বাস্তবায়ন বিষয়ক প্রেজেন্টেশন করেন আরডিআরএস রিকল প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর হাফিজুর রহমান ও ভিজিডি’র উপর পর্যবেক্ষণ সুপারিশ মালা পাঠ করেন, সিবিও লিডার নাজনিন সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম(রাজু), প্রেসক্লাব সভাপতি সহ-কারী অধ্যাপক মোস্তাক আহমেদ, পীরগাছা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম, জেলা পরিষদ সদস্য শেলিনা খাতুন শিউলি, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক আবু হাসান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ হাসনা পারভিন মুক্তির প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুল, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান(মিজান), জহির রায়হান, জসিম সরকার, আরডিআরএস বাংলাদেশ উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো. হাফিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কমিউনিটি মোবিলাইজার আলমগীর হোসেন, ফিল্ড ফ্যাসিলেটর মো. আনোয়ার হোসেন, মো. রুহুল আমিন সরকার, সাংবাদিক মিজানুর রহমান মিজান, শিক্ষক ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক সুশাসনে এসডিজি অর্জনে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন ও কমিউনিটির প্রত্যাশা পূরণে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।