শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় তিস্তার চরে ১৬৩টি পরিবার বিদ্যুৎ এর আলোয় আলোকিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদী বেষ্টিত চরনাজিরদহ ও পল্লীমারী গ্রামে ১৬৩টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো গত রবিবার ১৭ডিসেম্বর রাতে। নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষ্যে জনসভায় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, হারাগাছ পৌরসভার মেয়র হাকিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, রাকিবুল হাসান পলাশ, আ’লীগের সহ-সভাপতি ডাঃ মাহাফুজার রহমান বসুনিয়া, যুগ্ন সম্পাদক মোতাহার হোসেন ডালু, পল্লী বিদ্যুৎ হারাগাছ সাব-জোনাল অফিসের এজিএম ক ম ফরিদ আলদীন, প্রভাষক কামরুজ্জামান, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ। আর.আর.ডি প্রকল্পের-২ অধীনে প্রায় ৮১ লাখ টাকা ব্যয়ে চার দশমিক আট কি:মি: এলাকায় উপজেলার পল্লীমারী ও নাজিরদহ একতা চরাঞ্চল গ্রামে ১৬৩টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। স্বাধীনতার দীর্ঘ ৪৬বছর পর উপজেলার তিন্তা নদী বেষ্ঠিত পল্লীমারী ও নাজিরদহ একতা চরাঞ্চল গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।