শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় নিজস্ব উদ্যোগ আর স্বেচ্ছা শ্রমে কবরস্থান নির্মাণ করলেন মৌলটারী বাসী

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি:

জন্মিলে মরিতে হবে এই চিরন্তন সত্যকে অনুধাবন করে রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী মৌলটারী গ্রামে মায়ের দোয়া বীজ ভান্ডার এর স্বত্তাধিকারী তাজরুল ইসলামের উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় সাব্দী মৌলটারী সামাজিক কবরস্থান নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

এলাকায় মৃত মানুয়ের দাফনের জন্য সু-নির্দিষ্ট একটা জায়গার কথা চিন্তা করে এই কবরস্থান নির্মাণের পরিকল্পনা গ্রহন করেন মৌলটারী এলাকাবাসী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও স্বেচ্ছাশ্রমে নিচু জমি ভরাট ও কবরস্থানে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ এখন এগিয়ে চলছে দুর্বার গতিতে। এ কবরস্থান নির্মাণে বিরল, নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন সাব্দী মৌলটারী এলাকার সর্র্বস্তরের জনগণ। এ রকম ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছে এলাকার অভিজ্ঞ মহল। তাদের মতে, মৌলটারী বাসীর মত একতাবদ্ধ হয়ে কোন কাজ করলে সফল হওয়া সম্ভব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।