রবি. এপ্রিল 28th, 2024

কাউনিয়ায় বিলে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :


রংপুরের কাউনিয়ায় একটি বিলে বিষ ঢেলে ১৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত ২১জানুয়ারি রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তপশী ডাঙ্গা বিলে ঘটনা ঘটে।


অভিযোগ সূূত্রে জানাগেছে, বিলটি ইউনিয়ন মৎস্যজীবি সমবায় সমিতির অর্থায়নে সরকারি ভাবে ৩বছরের জন্য ২লক্ষ ৩০হাজার টাকায় লিজ নিয়ে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করে আসছে।

প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমে ৩৩লক্ষ টাকা ব্যয়ে করে বিলে মাছ চাষ হয়। একই ইউনিয়নের আরাজী সাহাবাজ গ্রামের আফসার আলী মন্ডলের পুত্র নূরুন্œবী মন্ডল লিজকৃত বিলের কিছু অংশ জোর পূর্বক বেদখল করিয়া পাড় বাধিয়া ভোগদখল করে বিলের মাছ চুরি করে ক্ষতি সাধন করছে এ নিয়ে নিষেধ করলে ক্ষতি করার হুমকি দেয়। এ বিষয় গুলি নিয়ে সালিসও হয় বেশ কয়েকবার।

এ বিরোধের জের ধরিয়া ২১জানুয়ারি রাতে কোন এক সময় অজ্ঞাতনামাদের নিয়ে বিলে গ্যাস ট্যাবলেট বা কিটনাশক প্রয়োগ করে। ফলে উক্ত বিলে থাকা নতুন পুরাতন যাবতীয় মাছ মরিয়া ভাসিয়া উঠে। এতে প্রায় ১৫লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়।


এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মাসুুমুর রহমান বলেন এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।