শুক্র. এপ্রিল 26th, 2024

ভুয়া এএসআই আটক রংপুরে

রংপুর প্রতিনিধি :

রংপুরের মহানগরীর হারাগাছ এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দেওয়া মামুন মিয়া (১৯) নামে এলাকাবাসী ভুয়া এএসআইকে আটক করেছে । পরে গণধোলাই দিয়ে ওই যুবককে পুলিশে সোপর্দ করেছেন তারা।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রংপুর হারাগাছ বাহার কাছনা চৌদিকারি মোড় বাংগীটারী গ্রামে এ ঘটনা ঘটে।

আটক মামুন মিয়া কাউনিয়ার সারাই ইউনিয়নের উদয়নারায়ন মাছহারী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর হারাগাছ থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৮ অক্টোবর) নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বধুকমলা এলাকায় দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারামারির ঘটনায় ওই গ্রামের এক নারী হারাগাছ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোমবার (১১ অক্টোবর) ১.৩০(দুপুর দেড়টার) দিকে ওই অভিযোগের একটি ফটোকপি নিয়ে তদন্তে যান মামুন মিয়া। সেখানে তিনি নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।

পরে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মামুন পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তা্ (ওসি) শওকত আলী সরকার বলেন, মামুন মিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আনার পর তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।