শুক্র. এপ্রিল 26th, 2024

রংপুরের কাউনিয়ায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রংপুরের কাউনিয়ায় ৮৭ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নির্মিত স্থায়ী বাসভবন।
গত(২১জুলাই)বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, এ ডিসি সার্বিক মো. গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ মো. মোনতাসের বিল্লাহ, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, পিআইও মো. আহসান হাবীব সরকার, নির্বাচন অফিসার মোছা. সুমিয়ারা পারভীনসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।