মঙ্গল. এপ্রিল 30th, 2024

কাউনিয়ায় উন্নত চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
রংপুরের কাউনিয়া উপজেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ফসলের উপর স্থানীয় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


গত(১৬নভেম্বর)বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার শহিদবাগ ইউনিয়নের খামারের হাট ব্লকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন ফসলের উপর স্থানীয় কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ সাইফুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুর রহমান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইমদাদুল হক, সাইয়েদুল ইসলাম, কৃষক নুরনবীসহ কৃষক-কৃষাণীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে। কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ করলে কৃষকরা স্বল্প সময়ে বেশি ফসল পাবেন। উন্নত বীজ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। দেশের কৃষকরা যেন ভালোভাবে থাকতে পারে সেজন্য সরকার সব রকমের সহযোগিতা করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের সব রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়। যত বেশি ফলন হবে ততো কৃষক আলোর মুখ দেখবে। কৃষকদের মধ্যে উন্নত চাষে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ কাজ করছে।