শনি. এপ্রিল 27th, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ওএমএস ডিলারের জরিমানা

স্টাফ রিপোর্র্টার:


রংপুরের কাউনিয়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর(ওএমএস)১০টাকা কেজি দরের চাল নির্ধারিত মূল্যের চেয়ে বেশী নেয়ার অপরাধে এক ওএমএস ডিলারের ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রমতে, গত (১৬নভেম্বর)সোমবার দুপুরে কাউনিয়া রেল ষ্টেশন বাজারে বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি দরের চালের অনুমোদিত ডিলার। তিনি নির্ধারিত মূল্যের চেয়ে বেশী নেয়ার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুস্থদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী ওএমএস এর চাল বিতরণে এমন ঘটনা দুঃখজনক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।