শুক্র. এপ্রিল 26th, 2024

কাউনিয়ায় মুজিববর্ষের মুক্তকন্ঠ ফাইনাল সংগীত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:

“মুজিববর্ষের অঙ্গীকার সঙ্গীত হোক চেতনার, শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে মুক্তকন্ঠ” শীর্ষক আন্ত : উপজেলা সংগীত প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

গত(১৭মার্চ)বুধবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “মুজিববর্ষে মুক্তকন্ঠ” শীর্ষক আন্ত : উপজেলা সংগীত প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব উপজেলা শিল্পকলা একাডেমীর যুগ্নসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা : উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দিলদার আলী, ইউপি চেযারম্যান আনছার আলী. উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠান শেষে সেরা শিল্পিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।