বৃহস্পতি. মে 2nd, 2024

রংপুরে দ্বাদশ সাংসদ নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশের গবিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
পুলিশ কমিশনারের কার্যালয়
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
তারিখ-০২/০১/২০২৪ খ্রি.।

গণবিজ্ঞপ্তি
(রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ১০৯ ধারা মোতাবেক)

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.০৬.০১৮.২৩-৮৩০, তারিখ-২৪/১২/২০২৩ খ্রি. এর নির্দেশনার আলোকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর পরিপত্রের প্রেক্ষিতে রংপুর মহানগরী আইন ২০১৮ এর
২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ধারার বিধান মোতাবেক নির্বাচনী এলাকায় নিম্নরূপ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
(১) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত
অর্থাৎ ০৬/০১/২০২৪ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ০৭/০১/২০২৪ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ টা পর্যন্ত যেকোন ধরণের ভারী যানবাহনসহ ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
(২) একইভাবে ০৫/০১/২০২৪ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ টা হতে ০৮/০১/২০২৪ খ্রি. মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলো।
(৩) তবে উপরোল্লিখিত নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিল থাকবে:-
(ক) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, সাংবাদিক ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক;
(খ) কতিপয় জরুরী পরিসেবা যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম পরিচালনা
কাজে ব্যবহৃত থাকবে। এছাড়াও জাতীয় মহাসড়ক, জরুরী পণ্য, ঔষধ, খাদ্য ইত্যাদি দ্রব্যাদি সরবরাহসহ অন্যান্য জরুরী
প্রয়োজনে ব্যবহৃত যানবাহন;
(গ) আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রদর্শন সাপেক্ষে) এবং দুরপাল্লা যাত্রী বহনকারী অথবা দুরপাল্লা
যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের যেকোন যানবাহন;
(ঘ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র সাপেক্ষে) এর জন্য গাড়ি
(জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে;
(ঙ) নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রদান সাপেক্ষে;
(চ) জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(মোঃ মনিরুজ্জামান, বিপিএম বার, পিপিএম-বার)
বিপি ৭৪৯৯০১০০৫৩
পুলিশ কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
ফোন: ০২-৫৮৯৯৬১১৩১, ফ্যাক্স : ৫৮৯৯৬১১৫৮
মোবাইল: ০১৩২০-০৭৩০০০
Email: perpmp@police.gov.bd